অভিষেকেই পাকিস্তান জয়ের নায়ক নওয়াজ

ওয়েস্ট ইন্ডিজ যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ক্যারিবিয়ানদের ওয়ানডে সিরিজের শুরুটাও হল হার দিয়ে। এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয় পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজের। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করলেন ম্যাচসেরা হয়ে। ত্রিনিদাদে আজ শনিবার (৯ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান করে পাকিস্তান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৪ রানেই ওপেনার ব্রেন্ডন কিং ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটেই আবার ঘুড়ে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। কেসি কার্টিকে সঙ্গে নিয়ে ৮২ বলে ৭৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার এভিন লুইস। দলীয় ৮১ রানে ফিরে যান কার্টি। এরপর ৬২ বলে ৬০ রান করে লুইস ফিরে গেলে ১০৫ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
লুইস ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন শাই হোপ। ক্যারিবীয় অধিনায়ক চতুর্থ ও পঞ্চম উইকেটে শেরফান রাদারফোর্ডের সঙ্গে ৩১ রানের এবং রোস্টন চেজের সাথে ৬৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজকে। শেষদিকে গুদাকেশ মোতির ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২৮০ রান করে ক্যারিবিয়ানরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন পেসার শাহিন আফ্রিদি। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন নাসিম শাহ।
২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে ওপেনার সাইম আইয়ুব ফিরে যান। এরপর থেকে পাকিস্তান ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে। পরের ৬ জন ব্যাটারই ২০ এর ওপর রান করেছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন, বাবর আজম ৬৪ বলে ৪৭ রান করেন।
তবে ম্যাচ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে হাসান নাওয়াজ ও হুসাইন তালাতের ৭০ বলে ১০৪ রানের জুটি। এই জুটিতে নওয়াজ ৩৩ বলে ৫২ রানের দ্রুতগতির ইনিংস খেলেন এবং তালাত করেন ৩৭ বলে ৪১ রান। অভিষিক্ত নওয়াজ ৫ ছক্কা ও ৩ চারে ৫৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান ৭ বল বাকি থাকতেই।
ক্যারিবিয়ানদের হয়ে শামার জোসেফ সর্বোচ্চ ২ টি উইকেট পেয়েছেন। এছাড়া জেইডেন সিলস, মোতি ও চেস পেয়েছেন ১টি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে ১-০ ব্যবধিানে এগিয়ে গেল পাকিস্তান। আগামীকাল (১০ আগস্ট) এই মাঠেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।