পাকিস্তানের স্কোয়াডে ফিরলেন বাবর

কথায় আছে, ‘কারও পৌষ মাস আর কারও সর্বনাশ।’ পাকিস্তানি ওপেনার ফখর জামানের সর্বনাশে এবার পৌষ মাসটা হলো বাবর আজমের। বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে বাবর। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, সেভাবে সুযোগ মিলছে না কোথাও। তবে, এবার ফেরার মঞ্চটা তৈরি হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছেন ফখর। যে কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
আসন্ন এশিয়া কাপে ফখরের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা থেকেই বিকল্প চিন্তা পরিকল্পনা করে রেখেছে পিসিবি। সেখানে নাম আছে বাবরের। পিসিবির একটি সুত্রের বরাত দিয়ে জিও সুপার জানিয়েছে, যদি ফখর সময়মতো পুরোপুরি ফিট না হতে পারেন, তাহলে এশিয়া কাপের স্কোয়াডে ফিরতে পারেন বাবর।
বাবরের এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়ার মঞ্চ হিসেবে ধরা হচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। এই সিরিজে উজ্জ্বল পারফরম্যা্সে দিয়ে নজর কাড়তে হবে নির্বাচকদের।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করলেও বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা অনেক দিনের। চরম সমালোচনার মুখে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পান ফখর জামান। নির্বাচকদের সেই আস্থার প্রতিদানও দিচ্ছিলেন তিনি। কিন্তু ফখরের চোট আবারও কপাল খুলে দিল বাবরের।
এশিয়া কাপের এবারের আসরে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এই ম্যাচ। এর আগে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ম্যান ইন গ্রিনরা।