একাধিক তারকাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান

আগামী মাসের শুরুর দিকেই মাঠে গড়াবে এশিয়া কাপ। মাসখানেক সময় বাকি আছে মহাদেশীয় এই টুর্নামেন্টের। ইতোমধ্যে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। গোছাচ্ছে দলও। সেই ধারাবাহিকতায় এবার এশিয়া কাপের জন্য চমক দিয়ে প্রাথমিক দল দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ সদস্যের দল ঘোষণা করে এসিবি। এশিয়া কাপে আফগানদের নেতৃত্ব দেবেন লেগস্পিনার রশিদ খান। তবে, দলে নেই একাধিক তারকা।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে আফগানিস্তান। একই গ্রুপে আছে বাংলাদেশও। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হবে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রশিদ খানের দল।
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের ঘোষিত এই দলে নেই তারকা লেগস্পিনার মুজিব-উর-রহমান। বেশকিছু দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মুজিব-উর-রহমান জাতীয় দলের সর্বশেষ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। যদিও সম্প্রতি চোট থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করছেন তিনি। সেখানে বেশ ছন্দেও আছেন। তবুও প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার।
দলে নেই নেই টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার নাজিবউল্লাহ জাদরানও। ছক্কা হাঁকাতে বেশ পটু এই তারকারও জায়গা হয়নি স্কোয়াডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেটও বেশ ভালো, ১৩৭.৮০।
এশিয়া কাপের প্রস্তুতি সারতে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। আফগানিস্তানের ঘোষিত এই স্কোয়াডই সেই সিরিজের জন্যও।
প্রাথমিক স্কোয়াডে ২২ জন ক্রিকেটার রাখলেও মূল স্কোয়াডে ১৫ বা ১৬ জনকে রাখতে হবে আফগানিস্তানকে। ফলে ২২ সদস্যের বাইরে থাকা কাউকে দলে ডাকা প্রায় অসম্ভবই!
আফগানিস্তানের স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।