পূর্ণ সদস্য দলের ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম রিটায়ার্ড আউট

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হেরে ২-১ ব্যধানে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচে রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রোস্টন চেজ রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে আসেন। আইসিসিরি পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে এবারই প্রথম এমন ঘটনা ঘটতে দেখা গেল।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২তম বার ‘রিটায়ার্ড আউট’ হওয়ার ঘটনা ঘটেছে। তবে দুইটি পূর্ণ সদস্য দলের মধ্যকার ম্যাচে এর আগে এমনটি ঘটতে দেখা যায়নি।
পাকিস্তানের বিপক্ষে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার আলিক আথানাজের ৪০ বলে ৬০ রানের ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ভালো সূচনা পায়। তবে তার আউটের পর ইনিংসের গতি কমে যায়, এবং ১৩ ওভারে স্কোর দাঁড়ায় ১১০/৩। তখন প্রয়োজন ছিল ৪২ বলে ৮০ রান।
এক পাশ থেকে শারফেন রাদারফোর্ড দ্রুত রান তুললেও, চেজ খেলছিলেন ধীরগতিতে। দুটি চারে ১২ বলে মাত্র ১৫ রান করেন। এরপর দলের যখন ১৮ বলে ৪১ রান দরকার তখন চেজকে ফিরিয়ে আনা হলে রিটায়ার্ড আউট হন তিনি।
তবে চেজ এর আগেও একবার রিটায়ার্ড আউট হয়েছেন। চলতি বছরের শুরুতে আইএল টি-টোয়েন্টি লিগে এমআই এমিরেটসের বিপক্ষে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ১৩ বলে ২০ রান করার পর ১৮তম ওভারে মাঠ ছাড়েন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দলের বিপক্ষে ম্যাচে ‘রিটায়ার্ড আউট’ হওয়ার ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার ওপেনার নিকোলাস ড্যাভিন ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ১৮ রান করার পর নিজে থেকেই মাঠ ছাড়েন। এর বাইরের ১০টি ‘রিটায়ার্ড আউট’ হওয়ার ঘটনা ঘটেছে শুধুই সহযোগী সদস্য দেশগুলোর মধ্যকার ম্যাচে।