জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডগড়া জয় পেল নিউজিল্যান্ড

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের স্থায়ীত্ব মাত্র আড়াই দিন! বুলাওয়েতে তৃতীয় দিন শেষ হওয়ার আগেই ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচে যে কিউইরা বড় জয় পাবে সেটি বোঝাই যাচ্ছিল। কিন্তু এত তাড়াতারি আর এত বড় সেটি হয়তো নিউজিল্যান্ডও কল্পনা করতে পারেনি। প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণের পরে দ্বিতীয় ইনিংসে আরও অসহায় ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
আজ শনিবার (৯ আগস্ট) বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৫৯ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। দেশটির ৯৫ বছরের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। এর আগের বড় জয়টিও ছিল রোডেশিয়ানদের বিপক্ষেই। ২০১২ সালে নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। বিপরীতে, নিজেদের টেস্ট ইতিহাসে বড় হার দেখল জিম্বাবুয়ে।
নিউজিল্যান্ডের এই জয় জায়গা করে নিয়েছে দেড়শ বছরের টেস্ট ইতিহাসের পাতায়। টেস্ট ইতিহাসে এটি তৃতীয় বড় জয়। এরচেয়ে বড় জয় আছে আর মাত্র দুটি। সবচেয়ে বড় জয়টি ইংল্যান্ডের। ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৫৭৯ রানে জিতেছিল ইংলিশরা। দ্বিতীয় বড় জয় অস্ট্রেলিয়ার। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ইনিংস ও ৩৬০ রানে জিতেছিল অসিরা।
নিউজিল্যান্ডের এই জয়ের অন্যতম নায়ক অভিষিক্ত পেসার জ্যাকারি ফোকস। ইতিহাস গড়া বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের সেরা বোলিং ফিগার এখন এই পেসারের দখলে। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি পুরো ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এজন্য খরচ করেছেন ৭৫ রান। এর আগের রেকর্ডটি ছিল উইল ও’রোকের। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ৯৩ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
প্রথম ইনিংসে মাত্র ১২৪ রানেই গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। পুরো একটা দিনও ব্যাটিং করতে পারেনি তারা। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রচিন রবীন্দ্রর দেড়শ ছাড়ানো ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬০১ রান তোলে কিউরা। তৃতীয় দিন আর ব্যাট করতে নামেননি তারা। ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরও অসহায় চিত্র দেখিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তারা তুলতে পেরেছে মোটে ১১৮ রান। যার মধ্যে তিন নম্বরে নেমে ৭১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিক ওয়েলচ। তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেন কেবল অধিনায়ক ক্রেইগ আরভিন (১৭)।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৪৮.৫ ওভারে ১২৫/১০
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩০ ওভারে ৬০১/৩ ইনিংস ঘোষণা
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ২৮.১ ওভারে ১১৭ (বেনেট ০, টেইলর ৭, উইলিয়ামস ৯, আরভিন ১৭, রাজা ৪, সিগা ৫, মাসেকেসা ৪, গুয়ান্ডু ০, মুজারাবানি ৮, চিভাঙ্গা ০, ওয়েলচ ৪৭*; হেনরি ৭-৩-১৬-২, ডাফি ৭.১-২-২৮-২, ফোকস ৯-২-৩৭-৫, ফিশার ৫-০-২২-১)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ২-০তে জয়ী