তিন মাসের জন্য মাঠের বাইরে কিউই তারকা

পিঠের চোটের কারণে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ও’রোর্ক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ বছর বয়সী এই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ের সময় চোটে পড়েন। পুনর্বাসনের জন্য দ্রুত তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে পরবর্তী স্ক্যান রিপোর্টে তার পেশির চোটের মাত্রা ধরা পড়ে।
নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেন, ‘এই মুহূর্তে আমরা সবাই উইলের অনুপস্থিতি অনুভব করছি। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে এবং নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ মিস করবেন ও’রোর্ক।
এদিকে কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপসও ঊরুর চোটে পড়ায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন। ডান পায়ের অস্ত্রোপচারের কারণে ওপেনার ফিল অ্যালেন অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।