রোনালদোর জোড়া গোলের পরও হারল আল নাসের

প্রাক মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন তার পুরানো রূপে। বয়সের বাধাকে হার মানিয়ে মাঠে নেমে গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি। স্বদেশী ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করার পর গতকাল রোববার (১০ আগস্ট) তিনি মাঠে নামেন স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। সেখানেও জোড়া গোল করলেন এই পর্তুগিজ তারকা। তবে আল নাসের ম্যাচটিতে হেরেছে ৩-২ গোলে।
স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দার দল আলমেরিয়া। ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা। বাকি গোলটি করেন সার্জিও আরিবাস।
আলমেরিয়ার বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ই ছিল আল নাসের। আক্রমণে এগিয়ে থেকে ১৭টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে আলমেরিয়া। ৫৪ শতাংশ বল পায়ে রেখেও মাত্র ৬টি শট নিয়ে দুইটি লক্ষ্যে রাখতে পারে আল নাসের।
ম্যাচের ৬ মিনিটেই আলমেরিয়াকে এগিয়ে নেন সার্জিও আরিবাস। এরপর ১৭ মিনিটে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে গোল করে আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। এরপর ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদে। এরপর ৪৩ মিনিটে আদ্রি এমবারবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের খেলা ছিল ২-২ গোলে ড্র। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ব্যাবিধান ৩-০ করেন এমবারবা। এতেই ৩-২ গোলে জয় পায় আলমেরিয়া।
প্রাক-মৌসুম আল নাসরের শেষ ম্যাচ ছিল এটি। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে ক্লাবটি। রোনালদো সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে আল নাসেরের জার্সি গায়ে ৩৫ গোল এবং পর্তুগালের হয়ে ৮ গোল করার পাশাপাশি জিতেছেন নেশনস লিগের শিরোপা।