লিভারপুলে যোগ দেওয়ার পর সুখবর পেলেন উইর্টজ

বায়ার লেভারকুসেনে শেষ দুই মৌসুমে দুর্দান্ত খেলেছেন ফ্লোরিয়ান উইর্টজ। এরপর কিছুদিন আগে প্রিমিয়ার লিগের দলবদলের ইতিহাসে রেকর্ড গড়ে লিভারপুলে যান তিনি। এবার মৌসুমের শুরুতেই দারুন এক সুখবর পেলেন এই জার্মান মিডফিল্ডার। জার্মানির বর্ষসেরা ফুবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমে লেভারকুসেনের হয়ে ১৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেন উইর্টজ। জার্মানির বর্ষসেরার লড়াইয়ে ১৯১ ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি। বাকিরা কেউ তার ধারেকাছেও যেতে পারেনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস ভোট পেয়েছেন ৮১টি। এরপর স্টুটগার্টের নিক ভোল্টেমেড ৭১ ভোট এবং মৌসুম শেষে বায়ার্ন ছেড়ে মেজর লিগে পাড়ি জমানো টমাস মুলার পেয়েছেন ৭০ ভোট।
গতবারসহ দু’বার এই স্বীকৃতি পান রিয়ালের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস। উইর্টজের নাম ঘোষণা করার পর ক্রুস তাকে নিয়ে বলেন, ‘তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।’
জার্মানির বর্ষসেরার এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৬০ সাল থেকে। সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
মেয়েদের মধ্যে যৌথভাবে বর্ষসেরা হয়েছেন জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার। দুজনেই ১৪৫টি করে ভোট পেয়েছেন।
বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন জুলিয়ান শুস্টার। ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার তার কোচিং ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পেলেন। তার অধীনে বুন্দেসলিগায় পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রাইবুর্গ।
বর্ষসেরা কোচের স্বীকৃতি দেওয়া হচ্ছে ২০০২ সাল থেকে। সর্বোচ্চ তিনবার করে এটি জিতেছেন ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ।