বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?

ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। দুজনেই ক্রিকেটার। বাবা কিংবদন্তি ব্যাটার আর ছেলে পেস বোলার। শচীনপুত্র এবার জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন। চুপিসারে সেড়ে ফেলেছেন বাগদান। মুম্বাইয়ের সুপরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে অর্জুনের বাগদান হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে‘র প্রতিবেদন অনুযায়ী গতকাল বুধবার (১৩ আগস্ট) দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অর্জুন-সানিয়ার বাগদান সম্পন্ন হয়।
মুম্বাইয়ের ঘাই পরিবার হোটেল এবং খাদ্যশিল্পে বেশ পরিচিত নাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক হিসেবে পরিচিত তারা। সানিয়া নিজেও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থার সঙ্গে পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান।
এখনো পর্যন্ত এই বাগদান নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। এমনকি অর্জুন নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদান নিয়ে কোন কিছু জানাননি। তার সর্বশেষ ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে ক্রিকেট মাঠে বোলিং অনুশীলন করতে দেখা যায়।
শচীন নিজেও অল্প বয়সেই বিয়ে করেছিলেন। এমনকি মাত্র ১৯ বছর বয়সে তিনি অঞ্জলির মায়ের কাছে গিয়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। এরপর ১৯৯৫ সালে ২২ বছর বয়সে বিয়ে করেন তিনি।
ক্রিকেটার হিসেবে অর্জুন একজন বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার। বর্তমানে তিনি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আইপিএলে ২০২৫ সালে নিলামের আগে তাকে ছেড়ে দিয়ে পরে আবার ৩০ লাখ টাকায় তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।