বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দলের লড়াই নতুন মাত্রা পেয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল খেলায় সীমাবদ্ধ নেই, বরং তাতে যুক্ত হয়েছে তীব্র উত্তেজনা ও ভিন্ন এক ঝাঁঝ। এই প্রেক্ষাপটে আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দ্বিপক্ষীয় সিরিজ। সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। এশিয়া কাপের পরই মাঠে গড়াবে এই দ্বিপক্ষীয় সিরিজ। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল অংশ নেবে। এশিয়া কাপে 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান ১৬ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে। এরপরই শুরু হবে সিরিজ।
দুদলের সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ ও ৬ অক্টোবর বাকি দুটি ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। সব মিলিয়ে দুই ফরম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলবে দুই দল।