আবারও ধাক্কা খেল বাবর-রিজওয়ান

ফর্মহীনতা যেন কাটতেই চাচ্ছে না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ব্যাটে রান আসছে না এই দুই অভিজ্ঞ ব্যাটারের। ফলস্বরূপ একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছেন দুজন। এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ার পর এবার কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই ব্যাটারের।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে ছিল ২৭ জন। তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ জনকে রাখা হয়েছে। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ –এর প্রতিটি ক্যাটাগরিতে রাখা হয়েছে ১০ জন করে ক্রিকেটার।
২০২৫-২৬ মৌসুমের এই চুক্তিতে বাবর ও রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে এক ধাপ নিচে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে শুধু এই দুজনই ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এবার আর কোন ক্রিকেটারকেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি।
চুক্তিবদ্ধ হওয়া ৩০ জনের মধ্যে ১২ জনই নতুন মুখ। উন্নতি হয়েছে ‘বি’ ক্যটাগরিতে উঠেছেন ৫ জন। তারা হলেন আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান।
২০২৫–২৬ সালে পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা :
ক্যাটাগরি ‘বি’:
আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, হাসান আলী, সালমান আলী আগা, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান ।
ক্যাটাগরি ‘সি’ :
আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, নোমান আলী, সৌদ শাকিল, ফহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, নাসিম শাহ ও সাজিদ খান।
ক্যাটাগরি ‘ডি’:
আহমেদ দানিয়াল, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম, হুসেইন তালাত, মোহাম্মদ আব্বাস, সালমান মির্জা, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও শান মাসুদ।