বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে আম্পায়ার জেসি

কদিন আগেই আইসিসি থেকে সুখবরটা পেয়েছিলেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম কোনো নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি। এবার আরেকটি মাইলফলক গড়তে যাচ্ছেন জেসি। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।
আজ বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নাম এসেছে সাথিরা জাকির জেসির। সিলেটে মাসুদুর রহমান মুকুল, তানভির আহমেদের মতো দেশের অভিজ্ঞ আম্পায়ারদের সঙ্গে দায়িত্ব পালন করবেন নারী ক্রিকেটের সাবেক এই অলরাউন্ডার।
অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না জেসি। ৩০ আগস্ট প্রথম ম্যাচে জেসি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে। ৩ সেপ্টেম্বর শেষ ম্যাচেও থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
দ্রুতই আম্পায়ার ক্যারিয়ারে উন্নতি হয়েছে জেসির। ঘরোয়ার গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অনফিল্ড ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে যুক্ত হওয়ার পর দায়িত্ব পালন করেছেন নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে। এরপর চলতি বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন জেসি। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি।