এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, কী বলছেন প্রধান নির্বাচক?

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলের কাছে প্রত্যাশা কী, এবার তা জানালেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
মিরপুরে আজ শনিবার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন গাজী আশরাফ। একই সঙ্গে তিনি জানান, আবেগ ও বাস্তবতা ভিন্ন।
গাজী আশরাফ বলেন, 'যখন আপনার আবেগ কাজ করবে, তখন আপনার কাছে সবই ইতিবাচক মনে হবে। সেদিক থেকে আমিও মনে করি, দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে। কিন্তু যুক্তি ও বিশ্লেষণের দিক থেকে বিচার করলে অনেক কিছু পাল্টে যায়। আমার মনে হয়, ধাপে ধাপে চিন্তা করা উচিত। আমার মনে হয় ইমোশনাল দিক থেকে কথা না বলে লজিক্যালি বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।'
এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিটনরা। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।