বিদেশি ক্লাবে নাম লেখালেন আরও এক নারী ফুটবলার

এখন নিয়মিতই দেশের বাইরের ক্লাবে খেলতে যাচ্ছেন নারী ফুটবলাররা। এশিয়ার বাইরে যাওয়ার সুযোগ না হলেও ভারত ও ভুটানের ক্লাবে খেলছেন ঋতুপর্ণা-সাবিনা-সানজিদারা। সেই তালিকায় এবার যোগ হলো শিউলি আজিমের নাম। ভুটানের লিগে খেলতে গেছেন তিনি।
আজ শনিবার (২৩ আগস্ট) ভুটান পৌঁছেছেন শিউলি। নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। দুইবারের সাফজয়ী এই ফুটবলার প্রথমবার দেশের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। ভুটানের পারো এফসির হয় খেলবেন শিউলি।
ভুটানে যাওয়ার আগে বিমানবন্দরে তোলা এক ছবি পোস্ট করে শিউলি লিখেছেন, ‘প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে যাচ্ছি । খেলব পারো এফসির হয়ে। সবার দোয়া প্রত্যাশী।’
এ নিয়ে ভুটানের ক্লাবে যোগ দেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৬ জন। প্রথম দফায় ভুটানের লিগে খেলতে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। পারো এফসির হয়ে খেলছেন তারা। এবার এই ক্লাবেই যোগ দিলেন শিউলি আজিম।
থিম্পু সিটির হয়ে খেলতে এরপর দেশ ছাড়েন মারিয়া মান্দা, সানজিদা খাতুন ও শামসুন্নাহার সিনিয়র। তাদের সঙ্গেই দেশ সেরা ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। আগে থেকেই এই ক্লাবের হয়ে খেলছিলেন কৃষ্ণা রানী।
এরপর গতমাসে এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করে ভুটান যান তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র। তারা ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলছেন। শাহেদা আক্তার রিপা আগে থেকেই খেলছিলেন এই দলের হয়ে। পরে এই ক্লাবের হয়ে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে চলতি মাসে যোগ দেন আফঈদা ও স্বপ্না।