গোলের সেঞ্চুরিতে নতুন রেকর্ড রোনালদোর

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামবে আর রেকর্ড হবে না, সম্প্রতি এমনটা খুব কমই হয়েছে। আজ আল নাসরের জার্সিতে মাঠে নামলেন, গোল করলেন, নাম লেখালেন ইতিহাসের পাতায়। গড়লেন নতুন এক রেকর্ড। যে রেকর্ড নেই আর কারো।
আজ শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল আহলি। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। লিড এনে দেন দলকে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সিআরসেভেনের শততম গোল এটি।
এই গোল দিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন রোনালদো।
এর আগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল আছে সিআরসেভেনের। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ৩৪৬ ম্যাচে গোল করেছেন ১৪৫টি।
জার্মান ক্লাব ইউভেন্তাসের জার্সিতেও মাঠ মাতিয়েছেন রোনালদো। ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১টি গোল। এবার সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে শততম গোল পূরণ করলেন তিনি। ক্লাবটির হয়ে ১১৩ ম্যাচ খেলে ১০০ গোল করলেন এই পর্তুগিজ তারকা।
এর বাইরে জাতীয় দলের হয়েও শত গোলের মাইলফলক আছে রোনালদোর। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত গোল করেছেন ১৩৮টি।
আরেকটি মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন রোনালদো। ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে গেলেন আরেকটু। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ক্যারিয়ারে মোট গোল হলো ৯৩৯টি।