ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে : পিসিবি সভাপতি

দুই দেশের রাজনৈতিক বৈরিতায় এক যুগেরও বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। সেটি হওয়ার সব সম্ভাবনাও শেষ করে দিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। সেটি যেকোনো ইভেন্টে। শুধু বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
ভারতের এমন সিদ্ধান্তের পর কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার বার্তা স্পষ্ট, এখন ভারতের সঙ্গে কোনো অনুরোধ ভিত্তিক আলোচনা হবে না। যা হবে, তা দুই দেশের সমান অধিকার নিশ্চিত করে। চোখে চোখ রেখে আলোচনা হবে।
লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমার মনে হয় আমরা খুবই স্পষ্ট যে যখনই কোনো আলোচনার সুযোগ হবে, তা ভারতের সঙ্গে সমান অধিকারের ভিত্তিতে হবে। এখন আর কোনো অনুরোধের ভিত্তিতে আলোচনার সময় নেই। সেই সময় শেষ হয়ে গেছে। এখন থেকে যা হবে তা পুরোপুরি সমতার ভিত্তিতে হবে।’
গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক বৈরিতার ছায়া খেলার মাঠ থেকে সরানোর প্রচেষ্টা চলছিল। বাস্তবিক অর্থে অবশ্য কোনো ফলাফল দেখা যায়নি। দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে সম্পর্ক যতটা ভালো হয়েছিল, তারচেয়ে কয়েকগুণ বেশি খারাপ হয় চলতি বছরে ভারতের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরে।
ভারতের সাবেক ক্রিকেটাররা দাবি তোলেন পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট খেলা বয়কট করতে। গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ড টুর্নামেন্টে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত। এরপর গত ২১ আগস্ট ভারতের ক্রীড়া মন্ত্রণালয় পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে এক বিৃতিতে সবকিছু স্পষ্ট করেন।