দল ঘোষণার আগে আবারও চোটে পড়লেন নেইমার

চোটের সঙ্গে যেন আজন্ম সম্পর্ক নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। চোটকে পেছনে ফেলে প্রায় দুই বছর পরে জাতীয় দলে ফিরতে যাচ্ছিলেন নেইমার। কিন্তু আরও একবার বাঁধ সাধল চোট। জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে নতুন করে আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পড়েন নেইমার। সেদিন অনুশীলন শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। এরপর শুক্রবার ও শনিবার অনুশীলন করেননি সান্তোষের এই ফরোয়ার্ড। শুরুতে মনে করা হচ্ছিল, খুব বেশি গুরুতর কিছু নয়। তবে নেইমারের উরু ফুলে গেছে বলে জানা গেছে। সান্তোষের পক্ষ থেকে ইতোমধ্যে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য আজ (২৫ আগস্ট) দল ঘোষণার কথা রয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আগামী দুই ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির দলে থাকার কথা ছিল নেইমারের। কিন্তু ব্রাজিল তারকার নতুন করে চোট শঙ্কা তৈরি করেছে দলে থাকা নিয়ে।
নেইমার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। এসিএল ইনজুরিতে এক বছর মাঠেই নামতে পারেননি তিনি। এরপর ক্লাব ফুটবলে কয়েকটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের।