যুবাদেরও পাওয়ার হিটিং কৌশল শেখাচ্ছেন উড

টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সমীকরণটা এখন নির্ধারণ করা হয় ব্যাটারদের দ্রুতগতিতে রান তোলার ওপর। সেজন্য বড় শট খেলার কৌশল জানতে হয়। বাংলাদেশ এখনও এই জায়গাটায় অনেক পিছিয়ে। সেই দুর্বলতা কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে জুলিয়ান উডকে। পাওয়ার হিটিং কৌশল শেখাতে যিনি এই সময়ের সেরাদের একজন।
দেশে এসে শুরুতে দেশি কোচদের নিয়ে একটি সেশন নেন উড। এরপর নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার পর প্রশিক্ষণ দেন লিটন-শান্তদের। আজ সোমবার (২৫ আগস্ট) অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন এই ইংলিশ কোচ।
মিরপুর শেরে-ই-বাংলার ইনডোরে যুবাদের অনুশীলন করান উড। সেখানে উপস্থিত ছিলেন যুবা দলের সব ব্যাটাররা। নিজেদের কীভাবে আরও উন্নতি করা যায় এবং কীভাবে বড় শট খেলা যায় সেই কৌশলগুলো নিয়েই কাজ করার চেষ্টা করেছেন তারা। আগামীকাল দ্বিতীয় দিনের মতো আবারও অনুশীলন করবেন যুবারা।
চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।