জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে দারুণ এক লড়াই হয়েছে। বাংলাদেশ পুলিশের সঙ্গে জমজমাট এক লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ আনসার। জাতীয়র নারী হ্যান্ডবলে এটি তাদের ২৪ তম শিরোপা। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে আজ সোমবার (২৫ আগস্ট) ফাইনালে পুলিশকে ৩৫-২৯ গোলে হারিয়েছে আনসার।
১৯৮৩ সালে শুরু হওয়া প্রতিযোগিতাটির এবারের আসরটি ছিল ৩৬তম। যেখানে সর্বোচ্চ ২৪ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। গত আসরেও ফাইনালে আনসারের বিপক্ষে মুখোমুখি হয় পুলিশ। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই শিরোপা ঘরে তুলেছে আনসার। খেলার প্রথমার্ধে ১৭-১২ ব্যবধানে এগিয়ে থাকা আনসার তাদের দাপটটা ধরে রেখেছিল দ্বিতীয়ার্ধেও।
জাতীয় নারী হ্যান্ডবলের এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় রুবিনা ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। রানার্স আপ দল পেয়েছে ১৫ হাজার, ৩য় স্থান ১০ হাজার টাকা। ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা।