দলে জায়গা না পাওয়ার জবাবে যা বললেন নেইমার

জাতীয় দলে ফেরার অপেক্ষা বেড়েই চলেছে নেইমারের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। তা নিয়ে আলোচনা কম হয়নি। দলে না থাকা নিয়ে চুপ থাকলেও নিজের কাজের মাধ্যমে দিয়েছেন বার্তা।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ বুধবার (২৭ আগস্ট) নেইমার কিছু ছবি দিয়েছেন স্টোরিতে। দেখা যায়, জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। ছবিতে এই তারকা লিখেছেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা ও লক্ষ্য অর্জনে স্থির প্রচেষ্টার মাধ্যমে। লক্ষ্য পূরণ না হলেও যে মানুষ প্রতিবন্ধকতা জয় করতে জানে, সে অন্তত প্রশংসনীয় কিছু করতে পারবে।’
দল ঘোষণার কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল আনচেলত্তির প্রাথমিক দলে আছেন নেইমার। ভক্তরাও তেমনটি আশা করেছিল। তবে ২০২৬ বিশ্বকাপের আগে ৩৩ বছর বয়সী এই তারকার শারীরিক অবস্থা নিয়ে সতর্কতার পথ বেছে নিতেই তাকে দলে রাখেননি এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তি বলেন, ‘নেইমারকে আমরা নতুন করে মূল্যায়ন করতে চাই না, আমরা সবাই জানি সে কে এবং সে কী করতে সক্ষম। আমাদের তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দরকার, যাতে সে জাতীয় দলকে সেইভাবেই সাহায্য করতে পারে যেটা আমরা সবাই তার কাছ থেকে আশা করি।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল বেছে নিয়েছেন আনচেলত্তি। যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।