চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে যেভাবে নির্ধারিত হয় প্রতিপক্ষ

ক্লাব পর্যায়ে ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থ উয়েফা পুরোনো কাঠামো ভেঙে নতুন রূপ দিয়েছে টুর্নামেন্টটির। ইতোমধ্যে একটি আসর মাঠে গড়িয়েছে। ৩৬ দলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব পিএসজি। আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে মোনাকোতে।
চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে ৩৬টি দল। দলগুলোকে তাদের ইউরোপিয়ান র্যাঙ্কিং (ক্লাব কো-এফিশিয়েন্ট) অনুযায়ী চারটি পটে ভাগ করা হয়েছে।
কোন পটে কোন দল
পট ১
পিএসজি (ফ্রান্স), রিয়াল মাদ্রিদ (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), চেলসি (ইংল্যান্ড), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), বার্সেলোনা (স্পেন)।
পট ২
আর্সেনাল (ইংল্যান্ড), বায়ার লেভারকুসেন (জার্মানি), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বেনফিকা (পর্তুগাল), আতালান্তা (ইতালি), ভিয়ারিয়াল (স্পেন), জুভেন্টাস (ইতালি), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), ক্লাব ব্রুগা (বেলজিয়াম)।
পট ৩
টটেনহাম (ইংল্যান্ড), পিএসভি আইন্দহফেন (নেদারল্যান্ডস), আয়াক্স (নেদারল্যান্ডস), নাপোলি (ইতালি), স্পোর্তিং সিপি (পর্তুগাল), অলিম্পিয়াকোস (গ্রিস), স্লাভিয়া প্রাগ (চেক প্রজাতন্ত্র), বোডো/গ্লিম্ট (নরওয়ে), মার্শেই (ফ্রান্স)
পট ৪
কোপেনহেগেন (ডেনমার্ক), মোনাকো (ফ্রান্স), গালাতাসারাই (তুরস্ক), ইউনিয়ন সাঁ-জিলোয়া (বেলজিয়াম), কারাবাগ (আজারবাইজান), অ্যাথলেটিক বিলবাও (স্পেন), নিউক্যাসল (ইংল্যান্ড), পাফোস (সাইপ্রাস) কাইরাত আলমাতি (কাজাখস্তান)।
ড্রতে যে নিয়ম মেনে প্রতিপক্ষ নির্ধারিণ করা হয়
চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে যাওয়া ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। দলগুলোর ইউরোপীয় পারফরম্যান্সের ভিত্তিতে (কোঅফিশিয়েন্ট র্যাঙ্কিং) এই পট তৈরি করা হয়েছে। পট ১-এর শীর্ষে থাকবে গত আসরের চ্যাম্পিয়ন ‘পিএসজি’।
শুরু হবে প্রথম পট থেকে। ম্যানুয়ালি একটি দলের নাম লেখা একটি বল তুলে নেওয়া হবে। এরপর সেই ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে কোন ৮ টি দল পাচ্ছে তা নির্ধারণ করে দিবে একটি বিশেষায়িত সফটওয়্যার।
একইসঙ্গে ক্লাবটির কোন দলের বিপক্ষে ঘরের মাঠে এবং কোন দলের বিপক্ষে প্রপিক্ষের মাঠে খেলবে সেটিও তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবে সফটওয়্যারটি।
প্রতিটি দল চারটি পট থেকেই দুটি করে দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে, মোট ৮ টি। প্রতিটি পটের একটি দলের সঙ্গে ‘হোম’ এবং আরেকটি দলের সঙ্গে আওয়ে ম্যাচ খেলবে।
একই দেশের দুটি ক্লাব একে অপরের মুখোমুখি হবে না। কোন দল একই দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলতে পারবে।
চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান ‘টিএনটি স্পোর্টস ১’ তাদের চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও চ্যানেলটি ইউটিউব প্ল্যাটফর্মেও ড্র অনুষ্ঠান সরাসরি দেখাবে। উয়েফার ওয়েবসাইটেও দেখা যাবে অনুষ্ঠানটি।