এমবাপ্পে-ওলিসের গোল, জয় দিয়ে মিশন শুরু ফ্রান্সের

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষের পথে। অন্যদিকে সবেমাত্র বাছাইপর্ব শুরু করছে ইউরোপের দলগুলো। প্রথম ম্যাচে ইউক্রেনকে পেয়েছিল ফ্রান্স। ইউক্রেনের লড়াকু পারফরম্যান্স ছাপিয়ে ওলিসে-এমবাপ্পের গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করেছে ফরাসিরা।
ম্যাচটি ছিল ইউক্রেনের হোম ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে নিজেদের মাঠে খেলতে পারে না তারা। ফলে দুই দল মুখোমুখি হয় পোল্যান্ডে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফান্স।
খেলা আসলে যতটা একপেশে হওয়ার কথা ছিল, ততটা হতে দেয়নি ইউক্রেন। ফান্সকে ছেড়ে কথা বলেনি তারা। ফরাসিদের ৬৫ শতাংশ বল দখলের বিপরীতে ইউক্রেন বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ। গোলের জন্য ১৬টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে দিদিয়ের দেশমের দল। সাতটি শটের দুটি লক্ষ্যে ছিল ইউক্রেনের।
তবে ম্যাচে গোল পেতে সময় লাগেনি ফ্রান্সের। দশম মিনিটেই এগিয়ে যায় ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা। বার্কোলার পাস বক্সে ফাঁকা জায়গায় পেয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ওলিসে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে পাঁচ ম্যাচে বায়ার্ন মিউনিখের উইঙ্গারের গোল হলো পাঁচটি।
এরপর ফ্রান্সের জন্য হতাশার নাম হয়ে দাঁড়ান ইউক্রেনের গোলরক্ষক অ্যানটলি টারবিন। তিন মিনিটে দুটি সেভ দেন তিনি। ম্যাচের ১৮ মিনিটে ফেরান ওলিসের শট, পরের মিনিটে ব্যর্থ করে দেন দিজিরে দুয়ের শটও। এরপর বিরতির পরে বদলি নামা উসমান দেম্বেলের শটও ঠেকিয়ে দেন তিনি।
ম্যাচের ৬৫ মিনিটে প্রায় সমতা ফিরিয়ে আনছিল ইউক্রেন। কিন্তু তাদের হতাশ করেন ইব্রাহিমা কোনাতে। আর্তেমের হেড গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতে যাচ্ছিল, হেডে গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার কোনাতে। পরের মিনিটে গোলপোস্টের ভাগ্যে গোল পাওয়া হয়নি ইউক্রেনের।
ইউক্রেন সুযোগ হাতছাড়া করলে আর কোনো সুযোগ দেয়নি ফরাসিরা। ৮২ মিনিটে তাদের কফিনে শেষ পেরেক ঢুকে দেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে রিয়াল মাদ্রিদ সতীর্থ চুয়ামেনির পাস ধরে, সামনে থাকা প্রতিপক্ষের এক ফুটবলারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
এই গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের তালিকায় দুই নম্বরে থিয়েরি অঁরির পাশে বসলেন এমবাপ্পে। দুজনেরই গোল ৫১টি করে। ৫৭ গোল করে চূড়ায় অলিভিয়ে জিরু।
বাকি সময়ে কোনো দলই চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি।