নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান

আগামী নভেম্বরে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে পাকিস্তান। স্বাগতিক দলের পাশাপাশি শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে সিরিজে। ১৭ নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
সিরিজে গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। প্রথম দুটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। বাকিগুলো অনুষ্ঠিত হবে লাহোরে। ফাইনালের ভেন্যুও লাহোরে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল পাকিস্তানের। পরে সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজিত হয়।
একইভাবে, শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই টি-টোয়েন্টি সিরিজটি এখন এই ত্রিদেশীয় সিরিজের অংশ হয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের পর এই সিরিজটি শুরু হবে, যা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।