ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, মামলাটি চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাজ্য পুলিশের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে পাকিস্তানের সংবাদ সংস্থা জিও নিউজ।
চলতি বছরের জুলাইয়ের মাঝে পাকিস্তান শাহীনসের হয়ে যুক্তরাজ্য সফরে যান হায়দার। সেখানে একজন ব্রিটিশ-পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগ অনুযায়ী, তারা ২৩ জুলাই ম্যানচেস্টারে একটি হোটেলে প্রথমবার দেখা করেন, সেখানেই এই ঘটনা ঘটে। এরপর ১ আগস্ট আশফোর্ডে আবার তাদের দেখা হয়।
প্রথমবার দেখা হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ৪ আগস্ট সেই নারী অভিযোগ দায়ের করেন হায়দারের বিরুদ্ধে। সেদিনই কেন্টে স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ড থেকে হায়দারকে আটক করা হয়েছিল। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপর ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে তদন্তের আওতায় রাখা হয় যুক্তরাজ্যে।
হায়দার পুলিশি তদন্তে পুরো সহযোগিতা করেন এবং অভিযোগ অস্বীকার করেন। হায়দার তদন্তকারীদের জানান, তিনি ওই নারীকে ব্যক্তিগতভাবে চেনেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘আশ্চর্যজনক’ ও ‘মিথ্যা’ হিসেবে উল্লেখ করেন।
জামিনে মুক্ত হওয়ার পরও যুক্তরাজ্যে থেকেই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে হায়দারকে। আইনি প্রক্রিয়ায় তার প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যভিত্তিক ফৌজদারি আইনবিশেষজ্ঞ ব্যারিস্টার মঈন খান।
পুলিশ জিও নিউজকে জানিয়েছে, অভিযোগ প্রমাণের পর্যাপ্ত তথ্য না থাকায় মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি কর্তৃপক্ষের কাছ থেকে নিজের পাসপোর্টও ফেরত পেয়েছেন। যুক্তরাজ্য ত্যাগ করতে এখন আর তার কোন বাধা নেই।
হায়দার পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দেশের হয়ে সর্বশেষ ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন তিনি।