ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়ার

এশিয়া কাপ ২০২৫ মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। ম্যাচের একদিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গ্রুপপর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। টুর্নামেন্টে মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দুইজন বাংলাদেশি, মাসুদুর রহমান ও গাজী সোহেল।
বিশেষভাবে আলোচিত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান এবং শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দুই আফগান পাকতিন ও শফি। ম্যাচ রেফারির দায়িত্বে অ্যান্ডি পাইক্রফট।
অন্যদিকে ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন গাজী সোহেল।
তালিকাভুক্ত অন্যান্য অফিসিয়ালদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি, ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।
এর আগেও মাসুদুর রহমানের অভিজ্ঞতা আছে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করার। ২০২২ এশিয়া কাপের সেই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওয়ানডে ও টি‑২০ মিলিয়ে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
এদিকে, গ্রুপ পর্বের দায়িত্ব নেওয়া অফিসিয়ালরা সুপার ফোর বা ফাইনালের তালিকায় অন্তর্ভুক্ত হবেন পারফরম্যান্স ও প্রতিপক্ষ বিবেচনায়।
যেসব ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন মাসুদুর রহমান ও গাজী সোহেল:
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান
অন-ফিল্ড আম্পায়ার: মাসুদুর রহমান ও আহমাদ পাকতিন
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান
অন-ফিল্ড আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে ও মাসুদুর রহমান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা ও হংকং
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি