বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ দিতে আসছেন অ্যাশলে রস

বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই আউট অব দ্য বক্স কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল। জোর দিচ্ছেন দেশের ক্রিকেটের উন্নয়নে। ইতোমধ্যেই বেশকিছু চমক জাগানো সিদ্ধান্ত নিয়েছে বুলবুলের বোর্ড। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বসেছিল বিসিবি সভা। সেই সভা শেষে জানা গেল তেমনই আরেকটি চমকপ্রদ সিদ্ধান্তের কথা।
ক্রিকেটারদের আধুনিক ক্রিকেটের মান অনুযায়ী গড়ে তুলতে হলে কাজ করতে হবে ছোট থেকেই। যেই কাজটা করে থাকেন স্থানীয় কোচরা। দেশিয় কোচদের আধুনিকায়ন কিংবা আরও দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্তই নিয়েছে বিসিবি। স্থানীয় কোচদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ান অ্যাশলে রসকে বাংলাদেশে নিয়ে আসছে বিসিবি।
সভা শেষে অ্যাশলে রসকে বাংলাদেশে আনার কথা জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। অস্ট্রেলিয়ান অ্যাশলে রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবেন।’
অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। চলতি মাসে দলবল নিয়ে বাংলাদেশে ক্যাম্প করতে আসবেন তিনি। মূলত কোচ নতুন প্রজন্মের কোচদের গড়ে তোলা এবং আধুনিক কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোই তার প্রধান লক্ষ্য।
দীর্ঘ সময় ধরে কোচ হিসেবে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় কাজ করেছেন অ্যাশলে রস। পরে তিনি মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ান এই কোচ তৈরির কারিগড় ক্যারিয়ারের শুরুতে কাজ করেন ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে। পরে যোগ দেন নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাশলে।