বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্যে আরব আমিরাতে গেছে বাংলাদেশ। যে লক্ষ্যের শুরুটা হয়েছে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দুদলের দ্বৈরথটা মাঠ ছাড়িয়ে গ্যালারি কিংবা টিভির পর্দায় বসে খেলা দেখা দর্শকদের মাঝেও উত্তেজনা ছড়িয়েছে বেশ কয়েক বছর ধরে। লিটন-তাসকিনরাও এই ম্যাচে লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের দৌড়ে এগিয়ে থাকতেই মাঠে নামবে।
আজ শনিবার (১৩ সেপ্টম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৫। দেশেরে বাইরে খেলা হওয়াতে বাংলাদেশের বেশিরভাগ দর্শককেই চোখ রাখতে হবে টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে।
এশিয়া কপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশ। এই গ্রুপকে ডেথ গ্রুপ বলা চলে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে সুপার ফোরে ওঠার লড়াইযে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। যে কারণে আজকের ম্যাচে জয়ের বিকল্প কোন ভাবনা নেই লিটনেদের।
বাংলাদেশের জন্য লক্ষ্যপূরণ যে সহজ হবে না, দুই দলের পরিসংখ্যান সেটাই বলছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ সাম্প্রতিক সময়ে বাইজ গজে উত্তাপ ছড়ালেও সামগ্রিকভাবে লঙ্কানরা বেশ এগিয়ে টাইগারদের চেয়ে। এর আগে টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে লঙ্কানদের জয় ১২টি ম্যাচে। বিপরীতে, বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ।
তবে পরিসংখ্যান আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। নিজেদের দিনে যেকোনো দলই শক্তিশালী। ক’দিন আগেও সেটা প্রমাণ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে এসেছে। এই ম্যাচে সেই আত্মবিশ্বাস বেশ কাজে দেবে টাইগারদের।
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম হাসান সাকিবও জানিয়েছেন বাড়তি আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমরা জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।’