বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

এশিয়া কাপে শিরোপার লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশের শঙ্কা এখন প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার। সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে।
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিতের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)।
আবুধাবিতে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না।
আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশ, যা খুব বেশি। ফলে অত্যধিক গরম অনুভূত হতে পারে।
আবুধাবির পিচ সাধারণত ব্যাটিং সহায়ক। তবে স্পিনার ও স্লোয়ার বোলাররাও সুবিধা পেয়ে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে আফগান স্পিনাররা।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশ। এই ডেথ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে সুপার ফোরে উঠতে আজ কঠিন চ্যালেঞ্জ নিতে হবে ফিল সিমন্সের শিষ্যদের।
এশিয়া কাপে বাংলাদেশ দুটি ম্যাচই এই মাঠে খেলেছে। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে লিটনরা। সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশর জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই।