নবীর ঝড়ে আফগানদের সংগ্রহ ১৬৯ রান

উড়ন্ত সূচনার পরই ব্যাটিং ধ্বস দেখে আফগানিস্তান। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে আফগানদের ১০০ পার করাই কঠিন ছিল। কিন্তু দলের বিপদে কাণ্ডারি হয়ে এলেন মোহাম্মদ নবী। লঙ্কান বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়িতে শক্ত পুঁজি পায় আফগানরা।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান।
ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। প্রথম দুই ওভারেই আসে ২৬ রান। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারেনি তারা। তৃতীয় ওভারের প্রথম বলেই আফগান শিবিরে আঘাত হানেন নুয়ান থুসারা। ফেরান ৮ বলে ১৪ রান করা রহমানুল্লাহ গুরবাজকে।
সে-ই শুরু। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। কোমর সোজা করে দাঁড়াতে দেননি আফগান ব্যাটারদের। টপঅর্ডারের তিন ব্যাটারকেই ফিরিয়েছেন থুসারা।
চার নম্বরে নামা ইব্রাহীম জাদরান কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে তার ইনিংসটা ছিল ধীরগতির। ২৭ বলে ২৪ রান করে ফেরেন তিনি। এতে ১০০ রানের আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল আফগানরা। কিন্তু ম্যাচের তখনো অনেক কিছু বাকি ছিল।
শেষদিকে আধুধাবিতে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছেন নবী। লঙ্কান বোলারদের একের পর বাউন্ডারি ছাড়া করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২২ বলে ৬০ রানের ইনিংস খেলে শেষ বলে রান আউট হন নাবী।
লঙ্কানদের হয়ে একাই ৪ উইকেট নেন থুসারা। একটি করে উইকেট পেয়েছেন চামিরা, ভেল্লালাগে আর শানাকা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৬৯/৭ (গুরবাজ ১৪, সেদিকুল্লাহ ১৮, জানাত ১, জাদরান ২৪, রাসুলি ৯, ওমরজাই ৬, রশিদ ২৪, নাবী ৬০, নূর ৬*; থুসারা ৪-০-১৮-৪, চামিরা ৪-০-৫০-১, ভেল্লালাগে ৪-০-৪৯-১, শানাকা ৪-০-২৯-১, হাসারাঙ্গা ৪-০-১৮-০)।