এশিয়া কাপ
জোড়া উইকেট তুলে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে বাঁচা-মরার ম্যাচে তাসকিন আহমেদের ওপর ভরসা রেখেছে দল। একাদশে ফিরেই আস্থার প্রতিদান দিলেন তিনি। টসে জিতে বল করতে নেমে শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনের শিকার হন ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। আগের বলে চার হাঁকানো সাহিবজাদা চতুর্থ বলেও সেটাই চেষ্টা করেছিলেন কিন্তু পয়েন্টে ধরা পড়েন রিশাদ হোসেনের হাতে। ফেরার আগে ৪ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।
চার রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৫ রানে। এবার শিকার করেন শেখ মেহেদি। তিনিও একাদশে ফিরেছেন এই ম্যাচ দিয়ে। মেহেদি বিদায় করেন সাইম আইয়ুবকে। রানের খাতা খোলার আগে তালুবন্দি হন রিশাদের।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
লিটন দাসের অনুপস্থিতিতে আজও নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। ভারত ম্যাচের একাদশ থেকে আনা হয়েছে তিনটি পরিবর্তন। নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ফাইনালে ওঠার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি। এমন সমীকরণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।