আইসিসির শাস্তির মুখে ভারত-পাকিস্তানের ২ ক্রিকেটার

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে দল দুটির এটি তৃতীয় দেখা। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত। ম্যাচের উন্মাদনা ছাপিয়ে দল দুটির কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে টুর্নামেন্ট জুড়েই আলোচনা হচ্ছে।
দুই দেশের বোর্ডই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে। শুনানি শেষে ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফ আইসিসির শাস্তির মুখে পড়েছেন।
গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হারিস রউফকে। এই কারণে রউফের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে হ্যারিস রউফ ভারতীয় দর্শকদের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। তিনি ‘৬-০’ দেখিয়ে সামরিক সংঘর্ষের ইঙ্গিত দেন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার ভঙ্গিতে উদ্যাপন করেন।
এই ম্যাচেই পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি উদ্যাপন করেন বন্দুক চালানোর ভঙ্গিতে। তবে তাকে কোনো জরিমানা করা হয়নি। তাকে শুধু সতর্ক করেছে আইসিসি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে সূর্যকুমার যাদব সামরিক প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। এ কারণে তাকেও ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ভারত অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল, আর ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল রউফ ও ফারহানের বিরুদ্ধে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের উপস্থিতিতে শুনানিতে তিনজন খেলোয়াড়ই অভিযোগ অস্বীকার করেন।
দুই দলের মধ্যে ম্যাচ চলাকালে উত্তেজনা ছিল স্পষ্ট। ১৪ সেপ্টেম্বরের ম্যাচে টস ও ম্যাচ শেষে ভারতীয়রা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। সুপার ফোরের ম্যাচেও কয়েকবার খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি হয়।
ভারতের অভিষেক শর্মা পরে বলেন, তারা (পাকিস্তান) আমাদের ওপর কোনো কারণ ছাড়াই চড়াও হচ্ছিল।
সবকিছুর মাঝে, এশিয়া কাপ ফাইনালে দুই দল আবারও মুখোমুখি হতে চলেছে আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর)। উত্তাপ ছড়ানো ফাইনালটি আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।