নারী বিশ্বকাপের পর্দা উঠছে মঙ্গলবার

এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেট প্রেমীদের আনন্দ-উদযাপন শেষ হচ্ছে না। এবার শুরু হচ্ছে নারীদের ক্রিকেট মহারণ। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল। বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ। ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে নারী বিশ্বকাপের ১৩তম আসরের।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথের উপস্থিতি দেখা গেছে নারী বিশ্বকাপেও। গত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তখন তিন বছরের জন্য চুক্তি হয় দুই দেশের মধ্যে। চুক্তি অনুযায়ী, ভারতে খেলতে যাবে না পাকিস্তান। তাদের সবগুলো ম্যাচ হবে সহ-আয়োজক শ্রীলঙ্কায়।
সেই নিয়মে পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে একটি সেমিফাইনাল হবে শ্রীলঙ্কায়। এরপর যদি ফাইনালে জায়গা করে নিতে পারে ফাতিমা সানার দল, তাহলে ফাইনালও হবে শ্রীলঙ্কায়। সেটি নাহলে দুই সেমিফাইনাল আর ফাইনাল হবে ভারতে। ভারত ও শ্রীলঙ্কার ৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ অক্টোবর। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। ভারত-পাকিস্তানের চুক্তির জন্য এই ম্যাচটি মাঠে গড়াবে শ্রীলঙ্কায়।
৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি। টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।
বিশ্বকাপের এবারের আসরে বেড়েছে প্রাইজমানিও। ছেলেদের বিশ্বকাপের চেয়েও এবার বেশি পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে নারী বিশ্বকাপের জন্য। আট দলের এই টুর্নামেন্টের জন্য মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৫ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা।
সর্বশেষ নারী বিশ্বকাপের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার।
বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাকি ছয় দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।