নারীদের বিশ্বকাপে প্রাইজমানি পুরুষদের চেয়েও বেশি

চলতি মাসে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের জন্য আজ সোমবার (১ সেপ্টেম্বর) প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে নতুন ইতিহাস রচনা করেছে আইসিসি। নারী বিশ্বকাপের এবারের আসরে প্রাইজমানি থাকছে পুরুষদের বিশ্বকাপের চেয়েও বেশি।
৩০ সেপ্টেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপ। আয়োজক দেশ ভারত হলেও শ্রীলঙ্কায়ও অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। আট দলের এই টুর্নামেন্টের জন্য মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৫ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা।
সর্বশেষ নারী বিশ্বকাপের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার।
আইসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি ৯০ লাখ টাকা। গত আসরের তুলনায় এবার চ্যাম্পিয়নের প্রাইজমানি বেড়েছে ২৩৯ শতাংশ। মেয়েদের গত বিশ্বকাপের বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
রানার্স আপ দলের প্রাইজমানি বেড়েছে ২৭৩ শতাংশ। গত আসরের রানার্সআপ ইংল্যান্ড পেয়েছিল ৬ লাখ ডলার। আর এবারের রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার।
শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ নয়, প্রাইজমানি বেড়েছে অন্যান্য পুরষ্কারেও। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল এবার পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল এবার পাবে ৭ লাখ ডলার করে। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে সমান ২ লাখ ৮০ হাজার ডলার করে।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ৩১৪ ডলার করে পাবে দলগুলো। অন্যদিকে, বিশ্বকাপে অংশগ্রহণের জন্যই প্রতিটি দল পাবে আড়াই লাখ ডলার করে।