ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না পাকিস্তান

নারী ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর বসবে ভারতে। ৩০ সেপ্টেম্বর ভারতের গুয়াহাটিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ১৩তম আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি নিয়ে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনসহ বেশ কিছু আয়োজন করছে ভারত। তবে কোনো অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের কোনো প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাবেন না।
পাকিস্তানের না যাওয়ার কারণও জানিয়েছে জিও নিউজ। সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, চলতি বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর ভারত ও পাকিস্তান একে অপরের দেশে কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে না। এই চুক্তির নাম দেওয়া হয়েছে ‘ফিউশান ফর্মুলা।’
নারী বিশ্বকাপের এবারের আসরের মূল আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তানের চুক্তির কারণে সহ-আয়োজক করা হয়েছে শ্রীলঙ্কাকে। চুক্তির শর্ত অনুযায়ী, পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এমনকি তারা যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলে সেই ম্যাচগুলোও হবে শ্রীলঙ্কায়।
এর আগে চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল পাকিস্তানে। ভারতও সেই অনুষ্ঠানেও ভারতের কোনো প্রতিনিধি অংশ নেয়নি।
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপের ম্যাচ খেলতে পাকিস্তান গিয়েছিল ভারত দল। আর পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছিল ২০১২ সালে।