কবে, কখন বাংলাদেশে আসছেন হামজা?

হংকংয়ের বিপক্ষে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবেন হামজা-জামালরা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ইতোমধ্যে চলছে ফুটবলারদের প্রস্তুতি। হামজা চৌধুরীকে ছাড়াই অনুশীলন করছে বাংলাদেশ।
জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে আসছেন হামজা। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। যোগ দেবেন টিম হোটেলে। সকালে ঢাকায় এসে বিকেলে অনুশীলনে যোগ দেবেন কি না, সেটি এখনও জানা যায়নি।
বাছাইপর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে ড্র করেছে, হার একটিতে। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে, হংকংকে হারানোর বিকল্প নেই বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামাল বলেন, ‘পরের ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। সত্যি বলতে, আমরা পরের ম্যাচে যদি হেরে যাই, তবে কোয়ালিফাই করার আর সুযোগ থাকবে না। হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ ৯ তারিখে। আমি মনে করি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’
হংকংয়ের বিপক্ষে যেকোনো মূল্যে জিততে চান গোলরক্ষক মিতুল মারমাও। তিনি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিফাই করতে হলে আমাদের এ দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কোন দল র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে সেটা আমরা দেখতে চাচ্ছি না। আমাদের মেইন ফোকাস হচ্ছে, যেভাবেই হোক জিততে হবে।’
৯ অক্টোবর ঘরের মাঠে খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ে গিয়ে তাদের সঙ্গে খেলবে বাংলাদেশ।