তামিমের না থাকা নিয়ে যা বললেন জাভেদ ওমর বেলিম

নানা জল্পনা-কল্পনা, বাধা পেরিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। টানা ১৫ বছর পর এবার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের অপেক্ষায় ছিল দেশের ক্রিকেটপ্রেমীরা। নির্বাচনের শুরুতে সেই আভাসও পাওয়া গিয়েছিল। প্রবল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবালের মধ্যে।
তবে নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে সরে দাঁড়ান তামিম ইকবাল। যে কারণে অনেকটা একপাক্ষিক নির্বাচন হয়ে যায়। বুলবুলই আবারও বিসিবির সভাপতি হচ্ছেন সেটা এখন গুঞ্জন।
আজ সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ভোট দিতে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সেখানে তাকে প্রশ্ন করা হয়, তামিম ইকবাল থাকলে বিসিবি নির্বাচনের জৌলুসটা আরও বাড়ত কি না?
এমন প্রশ্নের জবাবে বেলিম বলেন, ‘এটা তো আমাদের কন্ট্রোলে না। যারা প্রত্যাহার করেছে, তারা হয়তো অনেকগুলো কারণে করেছে। কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে। এটা আমি বলতে পারব না। যেটা বললেন, তামিম ইকবালের না থাকাটা। যে-ই আসুক, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, তামিম ইকবাল, জাভেদ ওমর, ক্রিকেটের জন্যই কাজ করবে।’
এর আগে, গত বুধবার (১ অক্টোবর) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৪ জন প্রার্থী।