বিসিবি নির্বাচনে কোথায় জালিয়াতি হয়েছে, জানালেন দেবব্রত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে আলোচনা থামেনি। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ যেখানে বলে গেছেন নির্বাচন সুষ্ঠ হয়েছে সেখানে আরেক পরিচালক পদপ্রার্থী দ্রেবব্রত পাল গণমাধ্যমের সামনে এসে বিস্ফোরক মন্তব্য করলেন। ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে নির্বাচন করতে আসা দেবব্রত জানিয়েছেন নির্বাচনের যে ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ প্রভাবিত। এমনকি ভোট জালিয়াতির অভিযোগও তুলেছেন তিনি।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দেবব্রত পাল।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ‘যখন প্রথম ব্যালটটি কাউন্ট হয়, সেখানে টিকচিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে। সকল ক্লাবের এজেন্টরা উপস্থিত ছিলেন, প্রথম ব্যালটটিতেই টিকচিহ্ন দেওয়া, এর নিচে সাইন করা, বড় করে সাইন করা। আমি বলেছি শুধুমাত্র টিকচিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে। প্রথমে নির্বাচন কমিশন বললেন এটা বৈধ।
আমি যখন আপত্তি করলাম তখন তারা বলছে এটা আপত্তি ভোট হিসেবে রাখা হলো।'
দেবব্রত যোগ করেন, 'পরবর্তীতে এসে বলেছে আপত্তি ভোট নয় এটা। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি এটা কী করবেন? পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার রায় দিলেন সেই সাইনযুক্ত ব্যালট বৈধ, প্রথম ব্যালটটি। আমার অভিজ্ঞতায় আমি কোনোদিন শুনিনি, আপনারা শুনেছেন কি না তাও আমাকে জানাবেন। আমি তখন বলি, আমি আপনাদের এই সিদ্ধান্ত মানলাম না। এই হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান।’
পরিচালক পদে ক্যাটাগারি-৩ থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন দেবব্রত। এই ক্যাটাগরিতে এক পদের বিপরীতে মোট দুজন প্রার্থী ছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।