গ্রাহক ও কর্মীদের বিশেষ সুবিধা দিতে টগি ও স্টার টেকের সমঝোতা

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভিআরভিত্তিক থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড এবং দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর টগি ফান ওয়ার্ল্ড প্রাঙ্গণে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতের যৌথ কার্যক্রম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
এই অংশীদারির ফলে দুই প্রতিষ্ঠানের গ্রাহক ও কর্মীরা এক্সক্লুসিভ সুবিধা ও প্রমোশনাল অফার পাবেন। পাশাপাশি ভিআর অভিজ্ঞতা ও প্রযুক্তিভিত্তিক সেবা আরও বিস্তৃত আকারে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোবে প্রতিষ্ঠান দুটি।
স্টার টেক লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের ম্যানেজার সাব্বির আখতার এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আমিনুল করিম খান।
অন্যদিকে, টগি ফান ওয়ার্ল্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাকসুদুর রহমান ও তার টিমের অন্যান্য সদস্যরা।
কৌশলগত এই অংশীদারির মাধ্যমে দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা ও বাড়তি সুবিধা আনতে প্রতিশ্রুতিবদ্ধ টগি ফান ওয়ার্ল্ড।