আজ দিনের শুরুতে আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/28/russia-ukraine_talks.jpg)
আজ সোমবার স্থানীয় সময় সকালে আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে ইউক্রেনের সরকার জানিয়েছিল, তারা বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদের কাছে রাশিয়ার সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় রাজি হয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/02/28/russia-ukraine_talks_inside.jpg 687w)
লুকাশেঙ্কো জেলেনস্কিকে কথা দিয়েছেন—ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।
এর আগে জেলেনস্কি বলেছিলেন—যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে, তাই বেলারুশের ভেতরে কোনো বৈঠকে তিনি যাবেন না।