আদালতে ২৫ বছর আগের ধর্ষণের বর্ণনা দিলেন মার্কিন অভিনেত্রী

হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলার বিচার চলছে। এরই মার্কিন অভিনেত্রী অ্যানাবেলা সিওরা আদালতের কাছে ওয়েনস্টেইনের ধর্ষণের ঘটনার বর্ণনা করেছেন। অ্যানাবেলা সিওরার দাবি, ২৫ বছর আগে ওয়েইনস্টেইন তাঁকে ধর্ষণ করেছিলেন।
ধর্ষকের হাত থেকে রক্ষা পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন জানিয়ে সিওরা বলেন, ‘আমি আমি ঘুষি ও লাথি দিচ্ছিলাম।’ কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে সিওরার অভিযোগ প্রমাণিত হলে ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে শাস্তি থেকে রেহাই পাবেন না ওয়েইনস্টেইন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এবারই প্রথম নয়, ওয়েইনস্টেইনের বিরুদ্ধে এর আগেও হোটেলকক্ষে নিয়ে নারী ধর্ষণের অভিযোগ রয়েছে। জেসিকা মান নামের এক নারীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিনি। ২০০৬ সালে মিমি হালেয়ি নামের আরেক নারীকে ধর্ষণের অভিযোগও রয়েছে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে।
নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা জানাতে গিয়ে সিওরা আদালতে বর্ণনা করেন, ১৯৯৩-৯৪-এর এক শীতের রাতে ওয়েইনস্টেইনের সঙ্গে রাতের খাবার খান তিনি। একটা সময় ওয়েইনস্টেইন সিওরাকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। ওয়েইনস্টেইন বাসায় নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান সিওরা। দরজা খুলতেই ওয়েইনস্টেইন সিওরার ঘরে ঢুকে পড়েন এবং তাঁকে জোর করে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন।