আন্তর্জাতিক ফ্লাইটে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করছে অস্ট্রেলিয়া

করোনাভাইরাস পরবর্তী সময়ে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল যখন চূড়ান্তভাবে শুরু হবে তখন যাত্রীদের কঠোর নিয়ম পালন করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা কোয়ান্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়সে।
সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার অ্যালান জয়সে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখিয়ে যাত্রীরা উড়োজাহাজে চলাচল করতে পারবেন। ভ্যাকসিন সহজলভ্য হলেই এ নিয়ম ‘বাধ্যতামূলক’ করা হবে।
আগামী বছরের শুরুর দিকে সবার জন্য চালু হতে পারে করোনার ভ্যাকসিন। ওই সময়ে বিদেশগামী যাত্রীদের অবশ্যই উড়োজাহাজে উঠতে হলে কিছু শর্তের মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে, অবশ্যই একজন যাত্রীকে করোনার ভ্যাকসিন নিতে হবে।
অ্যালান জয়সে বলেন, আন্তর্জাতিক সফরকারীদের জন্য উড়োজাহাজে উঠার আগে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। তাঁর মতে যেসব পর্যটক অস্ট্রেলিয়ায় যাবেন অথবা যেসব মানুষ অস্ট্রেলিয়া থেকে বাইরের দেশে যাবেন, তাঁদের জন্য এই ভ্যাকসিন ‘অত্যন্ত প্রয়োজনীয়’। তিনি বিশ্বাস করেন, এই ভ্যাকসিন সারা বিশ্বে আন্তর্জাতিক সব ভ্রমণকারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা উচিত হবে।
অ্যালান জয়সে ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে একই রকম নীতি গ্রহণ করতে পারে অস্ট্রেলিয়া।