আসামে গুলিবিদ্ধ ব্যক্তির ওপর ফটোসাংবাদিকের হামলা, ভিডিও ভাইরাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/25/untitled-design-15-1-960x540.jpg)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে উচ্ছেদ অভিযানে গুলিবিদ্ধ এক ব্যক্তির ওপর এক ফটোসাংবাদিকের হামলার ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার ওই ফটোসাংবাদিক বিজয় বনিয়াকে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার আসাম রাজ্যের দরং জেলার ধলপুর গ্রামে ২৫ হাজার একরের অধিক জমি থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালায় আসামের পুলিশ। ওই ঘটনায় পুলিশের গুলিতে মারা যায় দুইজন। আহত হয় নয় পুলিশসহ কমপক্ষে ২০ জন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলিতে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা মইনুল হক নামে স্থানীয় একজন বাঙালি মুসলিমের ওপর বার বার একজন ফটোগ্রাফার হামলে পড়ছেন। মইনুল হকের দেহে যখন প্রাণ ছিল না, তখনও ওই ফটোসাংবাদিক লাথি মারছিলেন।
দরং পুলিশের এসপি সুসান্ত বিশ্ব শর্মা বলছেন, ওই ফটোগ্রাফারের নাম বিজয় বানিয়া। তাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতেই।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/09/25/assam-insert.jpg 687w)
অন্য দিকে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, হাইকোর্টে চলা মামলায় উচ্ছেদ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে।