ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭, আহত অর্ধশতাধিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/08/train.jpg)
ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ছবি : সংগৃহীত
ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেহরান টাইমস।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে তেহরান টাইমস জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৩৫০ যাত্রী ছিলেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/06/08/train_capture.jpg 687w)
মরুভূমি শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ রেলপথটি তাবাস শহরকে ইয়াজদের কেন্দ্রীয় শহরের সঙ্গে সংযুক্ত করেছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।