করোনা বাড়ায় রাতে কারফিউ জারির পরামর্শ কেরালা ও মহারাষ্ট্রে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/27/india.jpg)
কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের কেরালা ও মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ জারির পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
শুক্রবার ভারতে টানা দ্বিতীয় দিনের মতো ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়। শুক্রবার গোটা ভারতে ৪৪ হাজার ৬৫৮ জনের করোনা ধরা পড়ে। এদিন করোনায় ৪৯৬ জনের মৃত্যু হয়। তবে, চলতি আগস্ট মাসের মাঝামাঝিতে গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ২৫ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়।
কেরালায় সম্প্রতি একটি উৎসব উদ্যাপিত হয়েছে। যেখানে পারিবারিক লোকজন একত্রিত হন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/27/india_insert.jpg 687w)
দুটি রাজ্যের সরকারের সঙ্গে গোপন বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সংক্রমণের ঊর্ধ্বগতির রাশ টানতে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে। টিকাদানের গতি বাড়ানোর পাশাপাশি যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে রাত্রিকালীন কারফিউ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
ভারতে এ পর্যন্ত তিন কোটি ২৬ লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে চার লাখ ৩৬ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ভারতজুড়ে ৬১ কোটি ১০ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।