গোটাবায়া পলাতক নন, শিগগিরই দেশে ফিরবেন : শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/26/gotabaya.jpg)
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে শিগগিরই সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধেনা আজ মঙ্গলবার এ কথা জানান। দেশটির সংবাদপত্র ডেইলি মিররের অনলাইন প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বরাত দয়ে ডেইলি মিরর জানায়, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ভিজিট পাস দিয়েছে সিঙ্গাপুর।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/26/gotabaya-insert.jpg)
শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে টানা কয়েক মাসের বিক্ষোভের পর গত ১৩ জুলাই সিঙ্গাপুরে পালিয়ে যান তৎকালীন লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর পরদিনই ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।