আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে-কে স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (২২ আগস্ট) তাকে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। খবর এএফপির।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর-জেনারেল রুকশান বেলানা এএফপিকে জানিয়েছেন, বিক্রমাসিংহে তীব্র পানিশূন্যতায় ভুগছিলেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, গুরুতর জটিলতা রোধ করতে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন।
বেলানা আরও জানান, হাসপাতালে ভর্তির সময় বিক্রমাসিংহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তবে বর্তমানে তার অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।
কারাগারের একজন মুখপাত্র জানান, তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ও কারাগারের চিকিৎসা সুবিধা পর্যাপ্ত না থাকায় তাকে দেশের প্রধান সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে, এর আগে কারাগারে বিক্রমাসিংহেকে দেখতে যাওয়া বিরোধী দলের সংসদ সদস্যরা জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন।
তবে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, বর্তমান সরকার তাকে আবারও ক্ষমতায় আসার ভয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে পাঠিয়েছে।