তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/12/24/tiunisiyaa.jpg)
ছবি : রয়টার্স
সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে বৃহস্পতিবার ২০ আফ্রিকান অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ।
এ ছাড়া বেঁচে যাওয়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং আরো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ বিন জেকরি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, দেশটির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জেলেরা মধ্যাঞ্চলীয় শহর সাফাক্সের উপকূলের কাছে মৃতদেহগুলোর সন্ধান পান।
বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বিন জেকরি জানান, মানবপাচারকারীদের ওই নৌকাটি ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ইতালির দিকে যাচ্ছিল।
নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে তিউনিসিয়ার নৌবাহিনী।