নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৮
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/26/182276881-56a5367b5f9b58b7d0db88f2.jpg)
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালায়। সোমবার স্থানীয় দুই বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
তারা জানান, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে মাশেগু স্থানীয় সরকারের আওতাধীন এলাকায় মাজা-কুকা সম্প্রদায়ের মধ্যে হাজির হয় হামলাকারীরা।
‘তারা এসে সোজা মসজিদে গিয়ে নামাজরত সবাইকে গুলি করে মারে, একজনও বাদ যায়নি,’ রয়টার্সকে বলেন স্থানীয় বাসিন্দা আবদুলগনিয়ু হাসান। তারা ১০ জনেরও বেশি লোককে অপহরণ করেছে বলেও জানান তিনি।
স্থানীয় আরেক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বেলো আইয়ুব জানান, ওই সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/26/capture_1.jpg 552w)
মন্তব্যের জন্য নাইজার রাজ্য পুলিশের একজন মুখপাত্রকে ফোন ও মেসেজ করা হলেও তাৎক্ষণিভাবে তিনি সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
চলতি বছর নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যুরা নগদ অর্থের জন্য শত শত লোককে অপহরণ বা খুন করেছে।