নিজেকে ছাড়া ট্রাম্প সব প্রবীণদের অপ্রয়োজনীয় মনে করেন : বাইডেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/14/biden.jpg)
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে কয়েকটি অঙ্গরাজ্যকে ‘ব্যাটল গ্রাউন্ড’ বা লড়াইয়ের ময়দান বলা হয়, সেগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম। ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে গিয়ে জোরেশোরে গণসংযোগ চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্লোরিডায় গণসংযোগে গিয়ে নভেল করোনাভাইরাস মোকাবিলায় বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেছেন বাইডেন। এর পাশাপাশি ফ্লোরিডার পেমব্রোক পাইনস শহরে মঙ্গলবার গণসংযোগে গিয়ে ফ্লোরিডার বয়োজ্যেষ্ঠ ভোটারদের প্রশংসাবাক্যে ভাসিয়েছেন।
এ সময় প্রবীণদের ব্যাপারে ট্রাম্পের উদাসীনতার তীব্র সমালোচনা করে বাইডেন বলেন, ‘করোনা মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করেন প্রেসিডেন্ট। ট্রাম্প বয়স্ক ভোটারদের নির্বাচনে জয় পেতে ব্যবহার করেছেন মাত্র।’
বাইডেন আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প শুধু একজন প্রবীণ নাগরিককে মূল্যায়ন করেন, আর এটা তিনি নিজে।’
এর আগের দিন করোনাভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় সমাবেশ করে গণসংযোগ চালিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে গেলে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল কলেজের ভোটের ক্ষেত্রে ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এর আগে গত সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন তিনি দারুণ বোধ করছেন।
গত ১ অক্টোবর মার্কিন এই প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তিন রাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা নির্বাচনী প্রচারণায় ফেরার অনুমতি দেন তাঁকে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর গত সোমবার ফ্লোরিডায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।