পি কে হালদারসহ ছয় অভিযুক্ত ১৫ দিনের কারা হেফাজতে

বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ছয় জনকে আরও ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত বা কারা হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার আদালত।
আগামী ২০ জুলাই ফের তাদেরকে আদালতে তোলা হবে। এ সময়কালে প্রয়োজনে নতুন নতুন তথ্য পেতে কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করবেন ভারতের অর্থসংক্রান্ত তদন্ত সংস্থার (ইডি) কর্মকর্তারা। ১৪ দিনের কারা হেফাজত শেষে আজ মঙ্গলবার (৫ জুলাই) তাদেরকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট-৩-এ তোলা হলে বিচারক জীবন কুমার সাধু এই নির্দেশ দেন।
আগামী শুনানিতে এদের বিরুদ্ধে প্রাথমিক চার্জ গঠন হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারসহ ছয় জনকে গ্রেপ্তার করেন ইডির কর্মকর্তারা। এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ইডির হাতে।
ইডি পক্ষের আইনজীবী অরিজিত চক্রবর্তী বলেন, ‘অভিযুক্তদের জেরা করে এরই মধ্যে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গেছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক শহরে।’